বিদেশের মাটিতে ভালো করার জন্য বোলিংয়ে পরিবর্তন আনছেন তাইজুল ইসলাম

দেশের মাটিতে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। কিন্তু দেশের বাইরে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি। টেস্ট ক্রিকেটের অবস্থা আরো নাজেহাল। বিদেশের মাটিতে কিভাবে ভালো করা যায় তাতে মনোযোগ দেওয়াটা জরুরি হয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় তাইজুল ইসলাম বোলিং কৌশল পরিবর্তনে কাজ করে যাচ্ছেন।

©ক্রিকইনফো

তাইজুল ইসলাম দেশের মাটিতে ১৯ টেস্টে ৯৩ উইকেট শিকার করেন। কিন্তু দেশের বাইরে ১০ টেস্ট খেলে মাত্র ২১ উইকেট পান।

বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরির পরামর্শ মেনে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তাজুল ইসলাম বলেন —

"আমি ভেট্টরির সাথে কথা বলেছিলাম। তিনি বলেন আমি দেশের মাটিতে খেলার জন্য উপযুক্ত। কিন্তু বিদেশে ভালো করতে হলে আরো কিছু জিনিস শিখতে হবে। সেজন্য আমাকে কিছু পরিবর্তন করতে হবে।"

লকডাওনের মাঝেও ক্রিকেটার গন পরিশ্রম করে যাচ্ছেন। যা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি ইতিবাচক দিক।