দলকে সামনে থেকেই নেতৃত্ব দিলেন সাকিব

ট্রাইনেশন সিরিজের ফাইনেলের আগে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য জয়টা খুবই প্রয়োজন ছিল বাংলাদেশের। এমনটাই হল। সতীর্থদের আসা যাওয়ার মিছিলে একাই লড়ে গেছেন সাকিব আল হাসান। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জয় উপহার দিলেন।

©ক্রিকইনফো

আফগান ওপেনারদের দুর্দান্ত শুরুর পরও স্কোর বড় করতে পারেনি সফরকারীরা। সময় মতোই তাদের নিয়ন্ত্রণে আনেন বোলাররা। আফিফ হোসাইন দুইটি এবং সাকিব, শফিউল, সাইফউদ্দিন ও মোস্তাফিজ একটি করে উইকেট নেন। ২০ ওভারে আফগানিস্তানের সংগ্রহ সাত উইকেটে ১৩৮ রান।

বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা হয়েছে আফগানিস্তানের ঠিক বিপরীত। মাত্র ১২ রানেই দুই ওপেনারের বিদায়। তারপর সাকিব মুশফিকের ৫৮ রানের জুটি। আর শেষ দিকে মোসাদ্দেককে নিয়ে ৩৫ রানের জুটি। মুশফিক(২৬) ও মোসাদ্দেক(১৯*) সাকিবকে যথাযথ সাপোর্ট দিলেও বাকিরা ছিলেন ব্যর্থ। তবে এই জয় নিশ্চয় ফাইনালে সবাইকে আত্মবিশ্বাস জোগাবে।

ম্যান অব দ্যা ম্যাচঃ সাকিব আল হাসান (৭০* রান ও এক উইকেট)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ