![]() |
©ক্রিকইনফো |
আফগান ওপেনারদের দুর্দান্ত শুরুর পরও স্কোর বড় করতে পারেনি সফরকারীরা। সময় মতোই তাদের নিয়ন্ত্রণে আনেন বোলাররা। আফিফ হোসাইন দুইটি এবং সাকিব, শফিউল, সাইফউদ্দিন ও মোস্তাফিজ একটি করে উইকেট নেন। ২০ ওভারে আফগানিস্তানের সংগ্রহ সাত উইকেটে ১৩৮ রান।
বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা হয়েছে আফগানিস্তানের ঠিক বিপরীত। মাত্র ১২ রানেই দুই ওপেনারের বিদায়। তারপর সাকিব মুশফিকের ৫৮ রানের জুটি। আর শেষ দিকে মোসাদ্দেককে নিয়ে ৩৫ রানের জুটি। মুশফিক(২৬) ও মোসাদ্দেক(১৯*) সাকিবকে যথাযথ সাপোর্ট দিলেও বাকিরা ছিলেন ব্যর্থ। তবে এই জয় নিশ্চয় ফাইনালে সবাইকে আত্মবিশ্বাস জোগাবে।
ম্যান অব দ্যা ম্যাচঃ সাকিব আল হাসান (৭০* রান ও এক উইকেট)
0 মন্তব্যসমূহ