![]() |
©ক্রিকইনফো |
মেনে নিলাম আইনে আছে শাস্তি দিতে হবে। এজন্য দুই বছর! এই শাস্তি ছয় মাসের জন্য হলো না কেন? ক্রিকেট এত অর্জন, পেছনে ক্লিন ব্যাকগ্রাউন্ড। তারপরও দুই বছরের শাস্তি। ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না। নাকি এই সাকিব বাংলাদেশের খেলোয়াড় বলে। নাকি তাকে যারা বাচানোর কথা ছিল, তারাই বিপদের দিকে ঠেলে দিয়েছে।
আমাদের ক্রিকেটের কর্তাব্যক্তিরা মিনিটে মিনিটে ক্যামেরার সামনে আসতে ভালবাসেন। তারা কি করেছেন শাস্তি কমানোর জন্য? শুধুই কথার ফুলঝুরি।
অস্ট্রেলিয়া বাংলাদেশে খেলতে আসে না। তাদের দেশের সিরিজও বাতিল করেছে। এ ব্যাপারে কর্তাব্যক্তিদের কোনো ভ্রুক্ষেপ নেই। পরে রয়েছেন নিজেদের ক্রিকেটারদের বিরুদ্ধে। এবার তো পিঠে ছুরি বসালেন।
আসলে সাকিবের মতো ক্রিকেটার এই দেশ ডিজার্ভ করে না। বিশ্বসেরা ক্রিকেটার হয়েও নোংরা রাজনীতির শিকার হলেন।