![]() |
©ক্রিকইনফো |
ব্যর্থতা আসলে আমরা হাল ছেড়ে দেই। পথভ্রষ্ট হই৷ তবে কেউ কেউ চলেন স্রোতের বিপরীতে। প্রতিকূলতাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ফিরে আসেন দুর্দান্ত প্রতাপে। সাকিব তাদেরই একজন। তিনি ভেঙ্গে পড়ার লোক নন।
সাম্প্রতিক সময়ের নিষেধাজ্ঞা সাকিবের ক্যারিয়ারের জন্য অনেক বড় ধাক্কা। হয়তো হারিয়েও যেতে পারেন তিনি। কিন্তু সাকিব এই ধরনের লোক না। তার লড়াকু মানসিকতাই তাকে অন্যদের থেকে আলাদা করে রেখেছে। সাকিব বলেন—
"এই সমর্থন যদি থাকে, তবে আমি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার ক্রিকেটে ফিরতে পারব। আগের চেয়ে আরও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করতে পারব। ধন্যবাদ সবাইকে"
ক্রিকেটে তিনি আবার সগৌরবে ফিরে আসুন। শুভকামনা রইল, বাংলাদেশের ক্রিকেট রাজপুত্রের জন্য।