বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার ক্যারিবীয় ক্রিকেটারগণ

ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন টেস্ট সিরিজ দিয়ে আগামী আটই জুলাই আবারো মাঠে ফিরছে ক্রিকেট। সেখানে বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিতে চান ক্যারিবীয় ক্রিকেটাগণ। তাদের জার্সিতে লোগো হিসেবে লেখা থাকবে, "Black Lives Matter"।  যুক্তরাষ্ট্রে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যা করার প্রতিবাদে শুরু হওয়া বর্ণবাদ বিরোধী আন্দোলনের অংশ হিসেবেই এই প্রতিবাদ। ক্রীড়া অঙ্গনেও বর্ণবাদী আচরণের পরিচয় সহসায় পাওয়া যায়। তা পাড়ার মাঠই হোক বা আন্তর্জাতিক ম্যাচ।

©ক্রিকইনফো


আমরা আধুনিক সভ্যতার মাঝে বসবাস করলেও মানসিক দিক থেকে এখনো বর্বর যুগে পড়ে রয়েছি। এখনো যোগ্যতার চেয়ে গায়ের রং প্রাধান্য পায় বেশি। শুধু কালো চামড়ার জন্য শিকার হতে হয় শারীরিক বা মানসিক অত্যাচারের। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ ভুলে পশুতে পরিণত হচ্ছে মানুষ জন।

ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন জেসন হোল্ডার বর্ণবাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে চান। তিনি মনে করেন ফিক্সিং এবং ডোপিংয়ের মতো করেই বর্ণবাদেরও শাস্তি হওয়া প্রয়োজন। তিনি বলেন —

"আমরা উইজডেন ট্রফি ধরে রাখতে ইংল্যান্ড এসেছি। কিন্তু বিশ্বে যা হচ্ছে তা নিয়েও আমরা সচেতন। এই লড়াই ন্যায় এবং সমতার জন্য।"

ক্রিকেটের একজন সমর্থক হিসেবে আসুন এই প্রতিবাদকে সমর্থক জানাই। সবাই মিলে গড়ে তুলি একটি মানবিক পৃথিবী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ