![]() |
©ক্রিকইনফো |
টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। আগে ব্যাটিংয়ের সুযোগটা যথাযথ কাজে লাগান তামিম ইকবাল ৪১(৩৩) ও লিটন দাস ৫৯(৩৯)। ওপেনিং জুটিতেই তুলে নেন ৯২ রান। এরপর মুশফিকের জড়ো ১৭(৮) ইনিংস তো ছিলই৷ একটা সময় মনে হচ্ছিল ইনিংসটা ১৮০-১৯০ থেমে যাবে। শেষ ওভারে তিন ছক্কায় ২০০ স্পর্শ করালেন সৌম্য সরকার।
জবাবে ১৫২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। মোস্তাফিজ ও আমিনুল তিনটি করে উইকেট নেন।
ম্যান অব দ্যা ম্যাচঃ সৌম্য সরকার
![]() |
৩২ বলে ৬২* রান |
0 মন্তব্যসমূহ