দর্শকের চোখে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

জিম্বাবুয়ে সিরিজটা বাংলাদেশকে দুহাত উজাড় করে দিয়েছে। ব্যাটসম্যানরা রান পেয়েছেন, বোলাররা উইকেট পেয়েছেন।  ফর্ম হারিয়ে নিজেদের খোঁজতে থাকা ক্রিকেটাররাও গতি ফিরে পেয়েছেন। তামিম, লিটন ও মুশফিকের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। তবে এতকিছুর পরেও দর্শকরা সন্তুষ্ট হতে পারেনি।  

অনেকেই মনে করছেন শুধুমাত্র লোক দেখানোর জন্য এই আয়োজন। বিগত সিরিজগুলোতে নিজেদের ব্যর্থতা আড়ালের জন্য এই সিরিজ আয়োজন করে বিসিবি। পুরোপুরি ব্যাটিং পিচ তৈরি করাটাই তার একটা কৌশল। যার ফলশ্রুতিতে ব্যাটসম্যানরা ভালোই শাসন করেছে বোলারদের। বিপিএলের গত আসরেও এমনটা দেখা গেছে। রান বেশি হওয়ার দর্শকদের আগ্রহ ছিল। তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতে হবে সুযোগটা ভালোভাবে কাজে লাগানোর জন্য। এই সিরিজে ক্রিকেটারদের উন্নতি বা অবনতি যাই হোক না কেন তা আগামী পাকিস্তান সিরিজেই প্রতীয়মান হবে।

©ক্রিকইনফো

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ