প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

গতকাল রাত এগারোটায় সৌদি আরবের রিয়াদে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ব্রাজিল। আক্রমণ প্রতি-আক্রমণে সাজানো ছিল পুরো ম্যাচটি। তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা আর্জেন্টাইন তারকা মেসি একমাত্র জয়সূচক গোলটি করেন। 

সূত্রঃ ইন্টারনেট   

ম্যাচের মাত্র নয় মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু গ্যাব্রিয়েল জেসুসের শটটি গোলকিপারকে ফাঁকি দিলেও দৃষ্টিকটু ভাবে গোলপোস্টের বাইরে চলে যায়। এর মাত্র পাঁচ মিনিট পরেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু মেসি সুযোগটা হাতছাড়া করলেন না। গোলকিপার ফিরিয়ে দিলেও ফিরতি শটে গোল নিশ্চিত করেন তিনি। এর পর অনেক আক্রমণ হলেও কোন পক্ষই আর গোলের দেখা পায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ