![]() |
সূত্রঃ ইন্টারনেট |
গুরুত্বপূর্ণ ভারত সিরিজের জন্য প্রয়োজন পর্যাপ্ত শারিরীক ও মানসিক প্রস্তুতি। প্রয়োজন নিজেদের স্কীল নিয়ে কাজ করা। কিন্তু একের পর এক নাটকীয়তা চলছে। ক্রিকেটারদের আন্দোলন দিয়ে শুরু। ভেবেছিলাম এই সমস্যার সমাধান বোর্ড কর্মকর্তারা দিতে পারবেন। হলো উল্টো। ব্যক্তিগত আক্রমণের শিকার হচ্ছেন ক্রিকেটারগণ। সাকিবের উপর তো সরাসরি আক্রমণ করা হল। অন্যায় করলে আইন অনুযায়ী শাস্তি হবে। তাহলে বোর্ড সভাপতির হুংকার কেন! সাকিবকে কখন কোন আমলে ছাড় দেয়া হয়েছে! সেই ইতিহাস আমার জানা নেই।
বাদ গেলেন না মেহেদী হাসান মিরাজও। বোর্ড কর্মকর্তাদের এরূপ আচরণের ব্যাখ্যা কি? তারা কি আরেকটু পরিণত ব্যবহার করতে পারত না।
এখানেই শেষ নয়। আমরা সমর্থকরাও পিছিয়ে নেই। ভাল করলে মাথায় তুলি। আর খারাপ করলে গালি দিতেও ছাড়ি না।
তবে আশার কথা এই যে, আমাদের ক্রিকেটারগণ এইসবের সাথে পরিচিত। এগুলো সহ্য করেই খেলে আসছেন। তারা জানেন কীভাবে ঘুরে দাড়াতে হয়। কীভাবে চাপ মাথায় নিয়েও ভাল খেলতে হয়।