অথচ আমরা! কিছুদিন আগেই দলের সাথে অনুশীলনে যোগ না দেয়ায় কত কিছুই না বলেছি। দলের সাথে ছবি না তোলায় কম কাহিনি হয়নি। যদি পারতাম তাহলে হয়তো দল থেকেই বাদ দিয়ে দিতাম।
সমর্থক হিসেবে আমাদের সুনাম দুর্নাম দুই-ই আছে। একদল যেমন জিতলেও আছি, হারলে
![]() |
©ক্রিকইনফো |
অতি সম্প্রতি পাকিস্তান দলের কোচ আত্মহত্যা করতে ছেয়েছিলেন। কারণ ভারতের সাথে দল হারায় বিপর্যস্ত ছিলেন। আর দর্শকদের প্রত্যাশার চাপ তো ছিলই।
আমরাও তো তাদের থেকে খুব একটা পিছিয়ে নেই। যখন সবাই মাশরাফির প্রশংসা করছিলেন। তিনি এক সাংবাদিককে বলেছিলেন, দুইটা ম্যাচ খারাপ খেললে সবাই ভুলে যাবে। আসলেই হচ্ছে তাই। হাতের ইনফেকশন নিয়েও সাকিব খেলে গেছেন। আমরা দলের প্রতি তার ডেডিকেসন নিয়েও প্রশ্ন তুলেছি। স্বার্থপর হিসেবে আখ্যা দিয়েছি।
আমরা কি একটু ভাল হতে পারি না! নিজেকে ক্রীড়া বিশ্লেষক ভাবা বাদ দিয়ে দলকে সমর্থন দেয়াটা এখন খুবই প্রয়োজন। সামনে গুরুত্বপূর্ণ দুইটা ম্যাচ রয়েছে।
আমাদের অনেক খেলোয়াড়দের ইনজুরির সমস্যা রয়েছে। মাহমুদউল্লাহ, মুশফিক, সাকিব, তামিম, সাইফুদ্দিন, সৈকত— সবাই ইনজুরি নিয়েই খেলছেন। মাশরাফির কথা বাদই দিলাম।
এখন আবার নতুন রোগে পেয়েছে আমাদের। মাশরাফির সমালোচনায় মজেছি। কী আনন্দ যে পায় আমরা এসব করে! আস্থা রাখুন এই দলটার প্রতি। কথা দিচ্ছি, হতাশ হবেন না।
0 মন্তব্যসমূহ